
বিমানের রং সাধারণত সাদা হয় কেন? Why are airplanes usually painted white?
সাদা রং সূর্যের আলো প্রতিফলিত করে।
বিমানটি সাদা বা হালকা রঙে আঁকা হওয়ার মূল কারণ হলো সূর্যের আলো প্রতিফলিত করা। অন্যান্য রঙগুলি বেশিরভাগ আলোকে শোষণ করবে। এটি যেমন গুরুত্বপূর্ণ যখন সূর্যের আলো কোনও বিমানের দ্বারা শোষিত হয়, তখন এটি বিমানের দেহকে উত্তপ্ত করে।এছাড়াও রয়েছে আর কিছু কারণ। একটি বৈজ্ঞানিক, আরেকটি অর্থনৈতিক। প্রথমে আসি বৈজ্ঞানিক কারণ নিয়ে।
- সাদা রঙের বস্তু যে তাপ শোষণ করে, তা অন্যান্য রঙের তুলনায় খুবই অল্প। ফলে বিমানের কাঠামো সাদা রঙের হলে বিমানের দেহের তাপমাত্রা তুলনামূলকভাবে অনেক কম হয়।
- প্রত্যেকটি বিমানকে ফ্লাইটের আগে এবং পরে যেকোনো প্রকার ফাটল বা অন্য কোনো সমস্যার জন্য কঠিন পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। কোনো বিমানের ক্ষুদ্র অংশে যদি ফাটল থেকেও থাকে, তাহলে বিমানটি সাদা রঙের হলেই এটিকে খুঁজে পাওয়া সবচেয়ে সহজ কারণ ফাটল হলে যে ছায়া দেখা যায় সেটি প্রায় সবসময়েই সাদার চেয়ে অন্ধকার থাকে। এজন্য একটি কালো বা বাদামী রঙের বিমানে ফাটল খুঁজে বের করা একটি সাদা রঙের বিমানে ফাটল খুঁজে বের করার চেয়ে বহুগুণে কঠিন।
- এমনকি দুর্ঘটনার ক্ষেত্রে (জলে কিংবা স্থলে) বিমানের রং সাদা হলে সেটি খুঁজে পাওয়া সহজ হয়।
- ২০১১ সালে US Study প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা যায়, সাদা রঙের বিমানের ঔজ্জ্বল্য বেশী থাকায় উড্ডয়ন এবং অবতরণের সময় পাখিদের পক্ষে এটি থেকে নিরাপদ দূরত্ব রাখা সহজ হয় ফলে সাদা রঙের বিমানের সাথে পাখির সংঘর্ষের হারও অন্যান্য রঙের বিমানের তুলনায় অনেক কম।
এই গেলো আমাদের বৈজ্ঞানিক কারণ, এবারে একটু অর্থনৈতিক কারণ দেখা যাক।
- সাদা রং এর খরচ অন্যান্য রঙের খরচের চেয়ে কম। প্রত্যেক এয়ারলাইন্সই সবচেয়ে কম খরচে সবকিছু ঠিক রাখতে চায়, তাই বিমানের কাঠামো রং করার ক্ষেত্রে সবাই সাদাকে প্রাধান্য দিয়ে থাকে।
- অনেক সময়েই দেখা যায় যে কোনো এয়ারলাইন্স নতুন বিমান কিনতে পারছে না কিন্ত ব্যাবসা বাড়ানো দরকার, তখন তারা অন্য কোনো অপারেটরের ব্যাবহৃত বিমান অল্প দামে কিনে নেয়। এই সেকেন্ড হ্যান্ড বিমানগুলো রঙীন হলে কম দাম পায়, কারণ সেক্ষেত্রে যারা বিমানটি কিনছে, তাদের আবার বিমানটিকে সাদা রং করাতে হবে, কারণ সাদা রঙের সুবিধা ছাড়া অসুবিধা নেই। বয়স্ক বিমান বেচে দেয়ার ক্ষেত্রে ভালো দাম পাওয়ার জন্যও বিমানগুলো সাদা রঙের করা হয়। (এটি বিমান সাদা রং করার প্রধান কারণ অবশ্যই নয় (পার্শ্ব কারণ)।
- রঙিন জামাকাপড় যেমন দীর্ঘক্ষণ রোদে থাকলে এর রং কিছুটা ফ্যাকাসে হতে শুরু করে, তেমনি বিমানের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। কিন্ত বিমানের রং সাদা হলে এই ফ্যাকাসে ভাবটা কম দৃষ্টিগ্রাহ্য হয়।
- শেষের কথা, যেটি আগেও বলেছি, সাদা রং খরচেও কম, আর তাতে সমস্যা না থাকলে অন্য রং কেন?
 |
Emirates Airlines- Airbus A380 |
 |
Emirates Airlines- Airbus A320
|
 |
Qatar Airways
|
 |
Qantas Airways- Airbus A380
|
 |
Singapore Airlines- Airbus A320
|
 |
American Airlines- Boeing
|
এমিরেটস কিংবা কাতার এয়ারওয়েজ সহ বিশ্বের বেশীরভাগ এয়ারলাইন অপারেটরদের বিমানের মূল রং সাদা
অন্যান্য রঙের বিমান দেখা গেলেও তার সংখ্যা খুবই কম।
তবে সব অপারেটর যে এসব কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছে এমন নয়। এয়ার নিউজিল্যান্ডের সম্পূর্ণ কালো রঙের বিমানও দেখা যায়। এছাড়াও কিছু বিমান দেখা যায়, যার সংখ্যা নগণ্য। বেশির ভাগই বাক্তি মালিকানাধীন থাকে । নিচে কিছু চিত্র দেওয়া হলোঃ




Thanks for reading.
No comments