জীবন কবিতা l Jibon Poem l Tasnova Tanjum Promi


          জীবন          
তাসনোভা তানজিম  প্রমি






  নিজেকে যেন হারিয়ে ফেলেছি
এই প্রতিদিনের বাস্ততায় ও জীবনের পরীক্ষায়। 

            কেটে যাচ্ছে দিনের পর দিন 
সুখো মুখি হচ্ছি প্রতিদিনের নতুন বাস্তবতার সঙ্গে 
         হার মানছি নিজের ধৈর্যের কাছে 

বুকে এক ভর্তি কষ্ট নিয়ে 
হাশি মুখে বাঁচতে শিখছি 
হারিয়ে যাচ্ছি কোনো এক অজানা জগতে 

আর নামই কি জীবন?
যদি এর নাম জীবন হয় 
তবে, ধন্যবাদ তোমায় জীবন। 

No comments

Powered by Blogger.