What is Paradox? l প্যারাডক্স কি? l Explained in Bangla



প্যারাডক্স(Paradox),বাংলা অর্থ কূটাভাস।বাপরে!কি নাম!!জীবনেও শুনি নাই!!!নামের মতই প্যারাডক্সের চালচলন।জট পাকানো,প্যাঁচানোই প্যারাডক্সের কাজ।আসলে কি এটা?প্যারাডক্স হল একটা অসংগতি। প্রথমে দেখে মনে হবে না এতে কোন সমস্যা আছে।কিন্তু একটু ভেবে দেখলেই ব্রেনে বাদানুবাদ শুরু হয়ে যায়।এমন একটা পর্যায় আসে যা লজিক্যালি মেনে নেওয়া কঠিন বা মানাই যায় না।নিজেই নিজের সাথে সংঘর্ষ করে প্যারাডক্স।অনেকে এটাকে ধাঁধাঁ মনে করলেও ধাঁধাঁ ঠিক এটাকে বলা যায় না।
.
আচ্ছা একটা প্রশ্ন করি।হ্যাঁ বা না তে উত্তর দেবেন।“আপনি নেক্সট যে শব্দটা উচ্চারণ করবেন সেটা কি ‘না’?”এখন ভাবুন যদি বলেন ‘হ্যাঁ’,তাহলে আমার প্রশ্নের উত্তর পজিটিভ দিলেন।সুতরাং প্রশ্নানুযায়ী আপনার বলার ইচ্ছা ‘না’,কিন্তু বলে ফেলেছেন ‘হ্যাঁ’!!আচ্ছা ঝামেলা এড়াতে বললেন ‘না’।তাহলে শব্দটা ঠিকই ‘না’ বলা হল কিন্তু আমার প্রশ্নের উত্তর হল নেগেটিভ,ডিনাই করলেন।অর্থাৎ আপনার না বলার ইচ্ছা নেই তাও বলে ফেলেছেন।হোয়াট?? হ্যাঁ-ই বলেন আর না-ই বলেন,কিছুতেই আপনি ঠিকভাবে উত্তর দিতে পারছেন না।ঠাণ্ডা মাথায় ভেবে দেখুন ব্রেন কেমন লুপ মারে!
.
অনেক বিখ্যাত প্যারাডক্স আছে।বিভিন্ন নামে তাদের ডাকা হয়।প্যারাডক্স নানা রকম হতে পারে।যেমনঃ Verdical Paradox-যার রেজাল্টটা আজব কিন্তু আসলে ঘটনা সত্যি।শ্রোডিঞ্জারের বিড়াল এর একটা উদাহরণ।Falsidical Paradox-যেটা দেখতেও ভুল,আসলেও ভুল।জেনোর প্যারাডক্স এমনই একটা প্যারাডক্স।Antinomy-সঠিকভাবে প্রয়োগ করা নিয়ম দিয়ে ব্যাখ্যা করলেও সাংঘর্ষিক রেজাল্ট আসে।Grelling-Nelson Paradox একটি Antinomy.এছাড়া আছে Dialetheia-যা একই সাথে সত্য এবং মিথ্যা।রহিম যখন দরজার ভেতর এক পা দিয়ে আছে তখন যদি বলি রহিম রুমের ভেতরে আছে,সেটা হবে Dialetheia।
প্যারাডক্স যেমন এক-দু লাইনের হয় তেমন বড় বড়-ও হয়।ম্যাথ,ফিজিক্স,বায়োলজি,মেডিসিন এমনকি অর্থনীতিতেও প্যারাডক্স আছে।কয়েকটা এক লাইনের প্যারাডক্স হতে পারে-
১.সাঁতার না শেখা পর্যন্ত পানির কাছে যেও না।
২.তোমার চ্যালেঞ্জ হল চ্যালেঞ্জ গ্রহণ না করা।
৩.আমি জানি যে আমি কিছুই জানি না(সক্রেটিসের প্যারাডক্স)।

ভেবে দেখুন,মাথাটা ঘুরান।আপনি নিজেও এভাবে প্যারাডক্স বানাতে পারবেন।
.
দুয়েকটা বড় সড় প্যারাডক্স নিয়ে বলি।একটা গল্পই হয়ে যাক।এক উকিল তার ছাত্রকে ওকালতি শিখিয়েছেন।শর্ত ছিল,ছাত্র যেদিন পড়া শেষ করে প্রথম কেস জিতবে সেদিন শিক্ষককে তার প্রাপ্য বেতন দিয়ে দেবে।কিন্তু ঝামেলা হল ছাত্র পড়া শেষ করে কোন কেস নিচ্ছে না,স্বভাবতই জিতছে না,মাস্টার টাকাও পাচ্ছে না।এখন শিক্ষক একটা মামলা করলেন যাতে তিনি টাকা পান।তার বিপক্ষে লড়ছে ছাত্র।শিক্ষকের যুক্তি হল-আমি যদি হারি তাহলে ছাত্র কেস জিতে গেল,শর্তানুযায়ী আমি টাকা পাব।আবার যদি আমি জিতি তাহলে কোর্টের রুল অনুযায়ী আমি টাকা পাব।কি বুদ্ধি!ওদিকে ছাত্রের যুক্তি শুনুন-যদি আমি হারি তাহলে এখনো আমার জেতা হয় নি,সো টাকা দিতে হবে না।আবার যদি জিতি তাহলে কোর্টের রুল অনুযায়ী টাকা দেবার প্রশ্নই ওঠে না।আরো বুদ্ধি!!এখন কি হবে?বিশাল জট!সমাধান একটা হতে পারে,যদি ছাত্র নিজে না লড়ে অন্য কোন উকিলকে দিয়ে লড়ায়,তাহলে মোটামুটি সল্ভ হয়ে যায়!
.
আরেকটা দেখাই।মনে করুন আপনার কাছে একটা বালুর স্তূপ(Heap) আছে
,তাতে ২০ লাখ বালুকণা আছ।এর থেকে একটা বালুকণা তুলে নিন।স্তূপটা একই রকম আছে।আরেকটা তুলুন,ওই আগের মতই আছে।আরেকটা-ছাড়ুন পাঁচশই তুলে নিন।তাতেও কি কোন পার্থক্য হল?আপনি এখনো এটাকে স্তূপ বলতে পারছেন।তাহলে বলুন তো কতগুলো কণা তুলে নিলে আর ঠিক স্তূপ বলা যাবে না?একটা লিমিট ঠিক করলাম,ধরুন দশ লাখ তুলে নিলে আর স্তূপ বলা যাবে না।কিন্তু দশ লাখ আর দশ লাখ+এক বালুকণার মধ্যে আপনি চোখে কোন তফাৎ দেখছেন?তাহলে ব্যাপারটা কেমন আনফেয়ার হয়ে গেল না?এভাবে কোন লিমিটই সেট করা যাচ্ছে না যেখানে গেলে বালুর স্তূপ দশা(!) বিলুপ্ত হবে।ব্যাপারটার গভীরে চিন্তা করতে গেলে একটা বালুকণাকেও স্তূপ বলতে হচ্ছে!!এইভাবে ভাবলে সেটাকে সত্যিও বলতে হচ্ছে।কিন্তু এটা তো সত্যি হতে পারে না।এখানেই প্যারাডক্স।
.
লেখা শেষ।আচ্ছা আমি যদি বলি “আমি যা লিখি সব মিথ্যা” তাহলে কি আপনি বিশ্বাস করবেন?যদি বিশ্বাস করেন তাহলে উপরের বাক্যটাও মিথ্যা প্রমাণিত হয় আর আমার সব কথা সত্যি হয়ে যায়।ওকে,অবিশ্বাস করুন।তাহলে আমার সব লেখা সত্য ইনক্লুডিং বোল্ড হরফের লেখাটা।এই রে!এখন দেখি আবার সব মিথ্যার দিকে যায়!ঘুরেফিরে সেই খিচুড়ি।এত ঝামেলা কেন??এটাই প্যারাডক্স। দারুণ না!!

- Shoaib Ahmed Shimul

No comments

Powered by Blogger.